লামায় সম্মাননা পেলেন ২২০ মেধাবী শিক্ষার্থী

লামা প্রতিনিধি:

আগামী দিন হবে শিক্ষা, বিজ্ঞান, কৃৎ-কৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর সোনার বাংলা। সেদিন তোমাদের মতো হাজার চৌকস নেতৃত্ব এগিয়ে নেবে এ দেশকে। দেশকে ভালবাসতে হলে আগে নিজের এলাকাকে জানতে হবে। প্রতিদিন নূন্যতম একটি ভাল কাজ করার চেষ্টা করতে হবে। একটি সুনির্দিষ্ট ছকে তোমাকে হতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা, জেলা এবং দেশের সেরা শিক্ষার্থী। জানতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। বিদ্যালয়ে কোচিং পড়ার প্রবণতা থেকে সরে এসে শ্রেণিকক্ষেই দৈনন্দিন সিলেবাসের শিক্ষা গ্রহণ করতে হবে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসকল কথা বলেন।

লামা উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৯টি বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ২২০ জন মেধাবী শিক্ষার্থীকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সারাবান তাহুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন