সেন্টমার্টিনে জেলেদের জালে ১০টি পোপা, দাম হাঁকছেন ২০ লাখ

fec-image

পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১১৫ কেজির দশটি পোপা মাছ। ট্রলার মালিক মাছগুলোর দাম হাঁকছেন ২০ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (৯ অক্টোবর) ভোর ৩টার দিকে দ্বীপের পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ‘এফবি গণি’ ফিশিং ট্রলারের জালে এ দশটি মাছ ধরা পড়ে।

পরে সকাল ১০টার দিকে ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটে এসে পৌঁছালে মাছগুলো দেখতে ভিড় জমান পর্যটকরা। ট্রলার থেকে মাঝি-মাল্লারা পোপা মাছ গুলো ফিশারি ঘাটে নিয়ে আসেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত।

মাছ ধরার খবর পেয়েছেন জানিয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। এই মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।”

ট্রলারের মালিক আবদুল গণি বলেন, ভোররাতে কোরাল জালে ধরা পড়েছে দশটি ১১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ‘কালা পোপা’। এর মধ্যে একটির ওজন সাড়ে ১২ কেজি থেকে ২০ কেজি।

“মাছ দশটির দাম চেয়েছি ২০ লাখ ৫০ হাজার টাকা। এ পর্যন্ত মাছ গুলোর সেন্টমার্টিনদ্বীপে দাম উঠেছে সাড়ে ১০ লাখ টাকা পর্যন্ত। ভালো দামে বিক্রির আশায় মাছ ফ্রিজিং করে কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছি।”

ট্রলারের মাঝি ওসমান বলেন, “গতকাল রবিবার সকালে সাত মাঝি-মাল্লাসহ ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলেন তারা। ভোররাতে জেলেরা জাল টেনে উঠাতে গিয়ে দেখেন কোরাল জালে বড় বড় কালা পোপা মাছ আটকা পড়েছে। এই দামি মাছ পেয়ে জেলেরা খুব খুশি হয়েছে।”

সেন্টমার্টিনের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, “সেন্টমার্টিন দ্বীপে জেলে আবদুল গনি খুব ভাগ্যবান মানুষ। প্রতি বছর কয়েকটি করে এই পোপা মাছগুলো পেয়ে থাকেন। প্রতিবছরের মতো এবারও তাঁর জালে দশটি পোপা মাছ ধরা পড়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন