কাতার বিশ্বকাপ

সেমিফাইনাল-ফাইনাল হবে ‘আল হিম’ নামক বলে

fec-image

কাতার বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তগুলো, তথা বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে নতুন বলে। ফিফা নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ।

নতুন বলের নাম দেওয়া হয়েছে ‘আল হিম’, যার অর্থ স্বপ্ন। বলের কাঠামো বা অন্য কোনও বিছুতে পরিবর্তন আনা হয়নি। শুধু নকশায় সামান্য পরিবর্তন এসেছে। শেষ চারটি ম্যাচের বলে দেখা যাবে সোনালি আভা। এতদিন যে বলটিতে খেলা হয়েছে, তার নাম রিহলা।

বিশ্বকাপের প্রতি আসরেই শেষ দিকের ম্যাচগুলিতে বলের নকশা পাল্টায় ফিফা। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। বিশ্বকাপের বলে এবার ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি।

‘আল রিহলা’ নামের সেই বলের ভেতরে রয়েছে সেন্সর, যা প্রচুর তথ্য সরবরাহ করছে ম্যাচের প্রতিটি মুহূর্তে। সে সবের কোনো পরিবর্তন হচ্ছে না শেষ চার ম্যাচে। ভোরের দিকে বা বিকেলে মরুভূমির যে রং দেখা যায়, তার আভা দেখতে পাওয়া যাবে এই বলে। রয়েছে কাতারের পতাকার নকশাও। বিশ্বকাপের ট্রফির রংও সেখানে দেখা যাবে।

অত্যাধুনিক প্রযুক্তি থাকায় বিশ্বকাপের বলে এবার অনেক সুবিধা হয়েছে। কঠিন অফসাইডের সিদ্ধান্তও বল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সহজেই দেওয়া যাচ্ছে। ম্যাচের আগে এই বলকে মোবাইল, ল্যাপটপের মতো চার্জ দিতে হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আল হিম, কাতার বিশ্বকাপ, ফাইনাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন