সৈকত পাড়া নূর জামে মসজিদের উপদেষ্টা ও পরিচালনা কমিটি গঠিত

fec-image

কক্সবাজার হোটেল-মোটেল জোনস্ত সৈকত পাড়া নূর জামে মসজিদের ত্রিবার্ষিক আয়-ব্যয় হিসাব পেশ এবং পাশপূর্বক ত্রি-বার্ষিক নতুন উপদেষ্টা ও পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) জুম’য়ার মুসল্লিদের সামনে ত্রি-বার্ষিক আয়-ব্যয় রিপোর্ট পেশ করেন ইতিপূর্বে গঠিত অডিট কমিটির প্রধান, মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা জেবর মুল্লুক। পেশকৃত হিসাব উপস্থিত মুসল্লিবৃন্দ সর্বসম্মতিক্রমে পাশ করেন।

অতপর মসজিদ কমিটি গঠন করার জন্য সাবেক কমিটি কর্তৃক পূর্বে গঠিত কমিটি গঠন করার জন্য উপদেষ্টা মন্ডলীদের প্যানেল বোর্ড দ্বারা ত্রি-বার্ষিক উপদেষ্টা ও পরিচালনা কমিটির নাম মুসল্লিদের সামনে পেশ করেন প্যানেল বোর্ডের প্রধান আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী।

এতে আলহাজ্ব মো. ইদ্রিস সি.আই.পি সভাপতি ও রহমত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

এছাড়া আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়।

পেশকৃত ২টি কমিটিকে উপস্থিত মুসল্লিগণ সমর্থন জানান।

উপদেষ্টা কমিটি:
প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব জেবর মুলুক, শরাফত উল্লাহ সিকদার বাবুল, ড. ফখরুল ইসলাম, কামরুল ইসলাম, নুরুল আলম পেশকার, ডা. সুরত আলম, মাস্টার নুরুল হক, মোক্তার আহমদ, আলহাজ্ব আব্দুল হক (কক্স ভিউ)।

পরিচালনা কমিটি:
আলহাজ্ব মো. ইদ্রিস সি.আই.পি সভাপতি, আলহাজ্ব আবুল হাশেম, সিনিয়র সহসভাপতি, মাওলানা ফজলুল কাদের সহসভাপতি (১), নুরুল আলম সওদাগর সহসভাপতি (২), রহমত উল্লাহ সাধারণ সম্পাদক, ফোরকান মাহমুদ সহ-সাধারণ সম্পাদক, মাওলানা আবুল কালাম অর্থ সম্পাদক, মোহাম্মদ বেলাল সহ-অর্থ সম্পাদক।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মহসিন (হোটেল কক্স হিলটন), আহমদ মিয়া, জাফর আলম সও., নবী হোছাইন, মকবুল হোছাইন (মাইজ্জা), শাকের আহমদ, মো. মুরশেদুল আলম, সরওয়ার মোস্তফা টিপু (এ.আর গেস্ট হাউজ), মোহাম্মদ শাহেদ (আলম গেস্ট হাউজ), আব্দুল মান্নান মিনা, মুজিবুর রহমান (কন্ট্রাক্টর), নবী হোসেন মিস্ত্রী, মাওলানা নুরুল মোস্তফা (পেশ ইমাম)।

এদিকে, মসজিদ কমিটির প্রথম সভা শনিবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব আলহাজ্ব মো. ইদ্রিস সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সহসভাপতি ফজলুল কাদেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা জেবর মুল্লুক ও শরাফত উল্লাহ সিকদার বাবুল। এছাড়া সম্মানিত উপদেষ্টা ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন