‘সোনার বাংলাদেশ গড়তে হলে, আমাদেরকে সোনার মানুষ হতে হবে’

fec-image

রামগড় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় রামগড় উপজলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও বাংলাদেশ আওয়ামী লীগ রামগড় উপজেলা শাখা’র আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ‘সোনার বাংলাদেশ গড়তে হলে, আমাদেরকে সোনার মানুষ হতে হবে।’

তিনি বলেন, ‘সোনার বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হচ্ছে আমাদেরকে সোনার মানুষ হওয়া খুবই প্রয়োজন। সোনার মানুষ হিসেবে তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

এমপি বলেন, ‘ষড়যন্ত্র প্রতিহত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বলে শেষ করা যাবেনা। উনার অবদান অতুলনীয়।’

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রামগড় উপজেলা পরিষদের প্রাঙ্গণে ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন এবং বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের মিলায়তনে উপজেলা আওয়ামী লীগ’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনে উপজেলার নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এবং মতবিনিময় রামগড় উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি মোস্তফা হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, রামগড় সদর থানার ওসি মো. মিজানুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র কম্বল বিতরণ, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন