সৌদি আরবে ডায়রিয়া আক্রান্ত হয়ে চকরিয়ার রুহুল আমিনের মৃত্যু

fec-image

সৌদি আরবে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মো. রুহুল আমিন (৫৬) নামে কক্সবাজারের চকরিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিটে সৌদি আরবের স্থানীয় আছির হাসপাতালে তিনি মারা যান।

মারা যাওয়া রুহুল আমিনের বাড়ি চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর ঘোনা। বর্তমানে চকরিয়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকায় বসবাস করতেন।

চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা গ্রামের সাবেক মেম্বার আলী আহমদ জানান, রুহুল আমিন আমার এলাকা বাসিন্দা ও নিকট আত্মীয় হয়। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে প্রবাসে রয়েছেন। গত দু’মাস আগে দেশে ছুটি কাটিয়ে ফের সৌদি আরব পাড়ি দেন। পেশায় রাজমিস্ত্রী ছিলেন রুহুল আমিন।
সৌদিয়া আরব যাওয়ার পর থেকে তেমন কোন ধরণের কাজকর্মে না থাকায় অর্থাভাবে ছিলেন বলে শুনেছি। গত কয়েকদিন ধরে ডায়েরিয়া রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় আশপাশে থাকা বাংলাদেশী লোকজন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুহুল আমিন।

তিনি ১ ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। বড় ছেলের নাম রুহুল কুদ্দুস ফয়সাল ও মেয়ের নাম রুমানা।

রুহুল আমিনের ছেলে ফয়সাল জানায়, সে মহসিন কলেজে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে অনার্স ১ম বর্ষে অধ্যায়নরত। তার ছোট বোন রুমানা চকরিয়া মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন। তবে তার পিতা রুহুল আমিনকে দেশে আনা হবে কিনা সে বিষয়ে কিছু বলতে পারেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন