হরতালকে ঘিরে গরম হচ্ছে রামগড়ের রাজনৈতিক মাঠ : সক্রিয় হচ্ছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা

 

রামগড় প্রতিনিধিঃ

নির্দলীয় তত্ববধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে ১৮ দলীয় জোটের ডাকা ৪, ৫ ও ৬ তারিখের হরতালে রাজনীতির শহর রামগড় রাজনৈতিক মাঠে গরম হাওয়া বইছে,   ক্ষমতাসীন আওয়ামীলীগ  সরকারের দীর্ঘ ৫ বছর কোনঠানা হয়ে থাকা রামগড় ১৮ দলীয় জোট আজ রবিবার সন্ধায় হরতালের পক্ষে রামগড় সদর, সোনাইপুল বাজার, বলিপাড়া, কালাডেবা, চৌধুরীপাড়া, বল্টুরাম, নাকাপা, পাতাছড়া, জালিয়াপাড়াসহ পৌর ও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জটিকা মিছিল করেছে বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।  

রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় আমরা পৌর ও ইউনিয়নের সব ওয়ার্ডে জটিকা মিছিল করেছে। তবে ১৮ দলের কেন্দ্র ঘোষিত হরতাল পালনে উপজেলা বিএনপি অঙ্গিকার বদ্ধ।

রামগড় থানা অফিসার ইনচার্জ জোবায়ের আলম এ প্রতিবেদককে জানান, আগামীকাল থেকে শুরু হওয়া হরতালে যে কোন নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পুলিশ মোতায়ন থাকবে ও পাশাপাশি বিজিটি টহল পূর্বের মত অব্যাহত থাকবে । 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন