২০১ রানে জিতল দক্ষিণ আফ্রিকা

image_119633_0খেলা ডেস্ক:
আইরিশদের ২০১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার তাই আরেকটি বড় জয় সঙ্গী হলো দক্ষিণ আফ্রিকার।

দক্ষিণ আফ্রিকার করা ৪১১ রানের নীচে চাপা পড়ার পর যেভাবে শুরু করেছিল আয়ারল্যান্ড, তাতে মনে হচ্ছিল রেকর্ড ব্যবধানেই বুঝি পরাজয় বরণ করবে তারা। কিন্তু, শেষ পর্যন্ত মিডল অর্ডার আর টেল এন্ডারদের দৃঢ়তায় ৪৫ ওভার পর্যন্ত খেলে ২১০ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।

হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরির ওপর ভর করে ৪১১ রানের বিশাল স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৫ ওভারে ২১০ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ডের ইনিংস।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। দলীয় ৪৮ রানে টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারিয়েছে আইরিশরা। তবে বিপর্যয় কাটিয়ে ওঠার প্রাণপণ চেষ্টা করছে লড়াকু আয়ারল্যান্ড। কিন্তু দক্ষিণ আফ্রিকান পেসার কেইল অ্যাবোট ও মরনে মর্কেলের বোলিং তোপে পড়ে ইনিংসের পাঁচ ওভার বাকি থাকতে অলআউট হয়েছে উইলিয়াম পোটারফিল্ডের দল।

অ্যাবোট নিয়েছেন ৪ উইকেট, মর্কেলের ভাণ্ডারে জমা পড়েছে তিনটি উইকেট। এ ছাড়া শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামা ডেল স্টেইন নিয়েছেন দুই উইকেট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন