২৫ এপ্রিল রাঙামাটিতে ৮৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা

1429610764

নিজস্ব প্রতিনিধি:
আগামী ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পার্বত্য জেলা রাঙামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভায় ৮৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রথম ক্যাটাগরিতে রাঙামাটির ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ১শ’ ৩২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দ্বিতীয় ক্যাটাগরিতে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৭ হাজার ৩ শ’ ৯২ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর রাঙামাটি জেলা পর্যায়ের ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

মেডিকেল অফিসার ডাঃ বিনোদ শেখর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক রাঙামাটি প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রির্পোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সার্বিক চিত্র উপস্থাপন করেন ডাঃ জয়ধন তঞ্চঙ্গ্যা।

সভায় জানানো হয়, ২৫ এপ্রিল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দিন জেলার ১৩২১টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত একটানা লক্ষ্যমাত্রার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের ৩৯৬৩ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। ভিটামিন এ ক্যাপসুলের জন্য নির্ধারিত ২৫ এপ্রিলের পরের তিন দিন বাদ যাওয়া শিশুদের খুঁজে বের করে ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করা হবে।

বিগত ক্যাম্পেইনগুলোতে রাঙামাটি পার্বত্য জেলায় ভিটামিন এ ক্যাপসুল গ্রহণকারী শিশুর সংখ্য শতকরা ৯৫ ভাগ বলে সভায় জানানো হয়। ওরিয়েন্টশন সভায় ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্ত শিশু ও সকল শিশুদের ক্যাম্পেইনের দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ওপর প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি সকল সুস্থ সবল শিশুরা যাতে ক্যাম্পেইনের আওতায় ভিটামিন এ ক্যাপসুল খেতে পারে সে বিষয়টির নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন