৫৩ জন জুয়াড়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

news-pic-copy

রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি শহরের ব্যবসার প্রাণকেন্দ্র বনরূপার মোহাম্মদীয়া মার্কেটের নিচতলায় জুয়ার আসর থেকে মোবাইল কোর্টে মোট ৫৩ জন জুয়াড়ীকে ২শ টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে এ জুয়ার আসরে এস আই মো. দুলালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

জুয়ারীরা জানায়, এ ক্লাবে তিনটি কক্ষে প্রতিনিয়ত জুয়ার আসর বসানো হয়। এগুলো পরিচালনা করে, মার্কেটের মালিক আক্তার এবং  হারুন নামে দুই ব্যক্তি। তারা আরও জানায়, প্রতি আসর থেকে ১০০-৩০০ টাকা পর্যন্ত আক্তার এবং হারুনকে দিতে হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে  মোহাম্মদীয়া মার্কেটের নিচতলায় তিনটি কক্ষে  জুয়ার আসর জমজমাট চলছিল। এমন সংবাদ পাওয়ায় অভিযান চালায় রাঙামাটি কোতয়ালী থানার পুলিশ। অভিযানে তাদের হাতে-নাতে আটক এবং জুয়াড়ী তাসসহ জব্দ করা হয়।

ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান জানান, প্রথমবারের মত এদেরকে ২শ টাকা অর্থদণ্ড করে ছেড়ে দেওয়া হল এবং  তিনটি কক্ষের জুয়ার আসরকে সিলগালা করে দিয়েছে ভ্রম্যমান আদালত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন