৬ দিনে ১২০ জন রোহিঙ্গার করোনা শনাক্ত

fec-image

গত ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত ৬ দিনে ১২০ জন রোহিঙ্গার করোনা শনাক্ত হয়েছে। এ সময় মোট স্যাম্পল টেস্ট করা হয় ৬৩২ জনের।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির বুধবার (১৯ মে) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৪ মে ৭১ স্যাম্পলে ৮ জন, ১৫ মে ৭৪ স্যাম্পলে ১০ জন, ১৬ মে ৩৬ স্যাম্পলে ৫ জন, ১৭ মে ৭৫ স্যাম্পলে ২৩ জন, ১৮ মে ১৭৪ স্যাম্পলে ২৯ জন এবং ১৯ মে ২০২ স্যাম্পলে পজিটিভ হয়েছে ৪৫ জন।

ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির জানান, রোহিঙ্গাদের স্যাম্পল কালেকশন করা খুবই কঠিন। আর যারা পজিটিভ তাদের আইসোলেশন রাখাও কঠিন। যদি পর্যাপ্ত স্যাম্পল কালেকশন করা যেত, রোগীর সংখ্যা অনেক গুণ বেশি হতো।

রোহিঙ্গাদের ভ্যাক্সিনেশন এখন সময়ের দাবি। না হলে স্থানীয়দের মাঝে যে করোনা নিয়ন্ত্রণে আসছে তা ভেস্তে যেতে পারে বলে মন্তব্য কক্সবাজারের এই বিশেষজ্ঞ চিকিৎসকের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন