দীঘিনালায় উচ্ছেদ হওয়া ২১ পরিবারের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন

Dighinala Pic 25-03-2016

দীঘিনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় বিজিবির সদর দপ্তর স্থাপনের ঘটনায় নিজেদের উচ্ছেদ দাবি করে ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের পক্ষ তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানানো হয়। স্ব স্ব বসত ভিটায় ফেরতের দাবি থেকে সরে এসে যথাযথ পুনর্বাসনের দাবি করছেন তারা। শুক্রবার সকালে দীঘিনালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। প্রতি পরিবারের জন্য বসবাস উপযোগী বাড়ি নির্মাণ করে দেওয়া এখন তাদের মূল দাবি বলে জানান তারা।

২১ পরিবার থেকে ২৫ জন নারী-পুরুষ সম্মেলনে আসেন। তাদের পক্ষ্য থেকে জানানো হয়, মূল বসত ভিটায় ফিরে যাওয়া এখন তাদের একক দাবি নয়। তারা চায় আলোচনার মাধ্যমে সরকারের পক্ষ থেকে সমাধান করা হোক। প্রতিটি পরিবারের জন্য জমি প্রদান পূর্বক রান্নাঘর, টয়লেট, টিউবওয়েলসহ বসতঘর নির্মাণ করে দেয়ার দাবি জানানো হয়। সেই সাথে বিজিবির দায়ের করা মামলা প্রত্যাহারসহ ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণ চাওয়া হয়।

সংবাদ সম্মেলনে ২১ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কিরণ চাকমা। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাড়া প্রধান নতুন চন্দ্র কার্বারী, দেবতরু চাকমা, গোপা চাকমা ও সুদর্শনা চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন