ধর্মে শক্তি প্রয়োগকারীদের কোনো স্থান নেই

রাঙ্গামাটি প্রতিনিধি:

ধর্মে শক্তি প্রয়োগকারীদের কোনো স্থান নেই। সরকারের আন্তরিকতায় সকল ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছে। সরকারের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে আগামীতেও সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকাতে হবে।

সোমবার (২২ অক্টোবর) সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দান সুষ্ঠু সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবীর কুমার চাকমা নিজ অফিস কক্ষে বরকল উপজেলার ১৮টি বৌদ্ধ বিহারের নগদ অর্থ প্রদানকালে এসব কথা বলেন।

এ সময় বরকল উপজেলার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি মংহ্লাই রাখাইন, হালাম্বা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সভাপতি  প্রভাত কুমার চাকমা, হাজাছড়া সভাপতি থাম্য মৈত্রী বৌদ্ধ বিহারের বিজয় কুমার চাকমা, শ্রাবস্তী বন বিহারের সভাপতি মিলন শংকর চাকমা’সহ অন্যান্য বিহার পরিচালনা কমিটির নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সুবীর কুমার চাকমা বলেন, বর্তমান সরকার শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে কোন অপশক্তি দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ড করে পার পাবে না।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দান সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে দূর্গম বরকল উপজেলার ১৮টি বৌদ্ধ বিহারে ১লক্ষ ৯০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন