আসন্ন জাতীয় বাজেটে কক্সবাজার পর্যটন শিল্প রক্ষায় ১১ দফা প্রস্তাবনা

Cox Hotel-Motel press briefing

জেলা সংবাদদাতা, কক্সবাজার:
আসন্ন জাতীয় বাজেটে কক্সবাজারের পর্যটন শিল্প রক্ষায় আগামী পাঁচ বছরের জন্য কর অবকাশ প্রবর্তন, হোটেল মোটেল গুলোর সেবাখাত হিসেবে ভ্যাট আওতামুক্ত করা, কক্সবাজার রেল লাইনের কাজ দ্রুত বাস্তবায়ন ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে সম্প্রসারণ সহ ১১ দফা প্রস্তাবনা দিয়েছে কক্সবাজার হোটেল মোটেল জোন মালিক সমিতির নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে হোটেল ওশান প্যারাডাইজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে রামু সহিংসতা, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশি বিদেশি পর্যটকের আগমন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। এতে করে ইতোমধ্যে কক্সবাজার পর্যটন শিল্পের ১০ হাজার লোক কর্মহীন হয়ে পড়েছে। এতে করে কক্সবাজারের পর্যটন শিল্পে গভীর সংকটে পড়েছে। এ কারণে কক্সবাজার পর্যটন শিল্পে হাজার হাজার টাকার বিনিয়োগ হুমকির মুখে পড়েছে।
প্রস্তাবনার মধ্যে আরো রয়েছে, আন্তর্জাতিক বিমান বন্দরের কাজ দ্রুত বাস্তবায়ন, নিরাপত্তা জোন, পর্যটন পুলিশকে গতিশীল, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব পেশ করেন দি হোটেল কক্স টুডে’র ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোটেল মোটেল জোন মালিক সমিতির সভাপতি শাহ আলম চৌধুরী, ওশান প্যারাডাইজ হোটেল চেয়ারম্যান মোহাম্মদ নুরুল করিম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন