উখিয়ায় যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

উখিয়া প্রতিনিধি:

বাংলাদেশ যুব মহিলা লীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান জেসমিন চৌধুরী।

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ।

প্রধান বক্তা ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা। বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক হাসিনা আক্তার লিটা ও রামু উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আফসানা আক্তার পপি।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচনসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসাবে বিশ্বে পরিচিত লাভ করছে। তাই নারীর ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগকে পুনঃরায় ক্ষমতায় আনতে যুব মহিলা লীগকে মাঠে ময়দানে নারীদেরকে সংঘটিত করতে হবে। ফলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজনের পরিচালনায়। কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা জাফর আলম চৌধুরী, উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জাফর আলম, উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, কৃষকলীগ নেতা বেলাল, দিনেশ বড়ুয়া, উখিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দুল আমিন, উখিয়া যুব মহিলা লীগের নেত্রী যথাক্রমে মেম্বার জয়নাব বেগম লিপি, মেম্বার সেলিনা আক্তার, মেম্বার জেসমিন আক্তার, মেম্বার আঞ্জুমান আরা বেগম, মেম্বার মর্জিনা বেগম, মেম্বার আঞ্জুমান আরা পাঁখি, মেম্বার পারভিন আক্তার, মেম্বার রাশেদা বেগম, মেম্বার রক্তি বড়ুয়া, স্বপ্না বড়ুয়া প্রমুখ।

এর আগে মহিলাদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উখিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ শেষে সন্ধ্যায় সর্বসম্মতিক্রমে উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগমকে সভাপতি ও মেম্বার জয়নব বেগম লিপিকে সাধারণ সম্পাদক করে যুব মহিলা লীগ উখিয়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন