পেকুয়ায় আলোঘর প্রকল্পের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা সফর সম্পন্ন

pekua pic bitaron 08-11-15

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় আলোঘর প্রকল্পের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।

ইউরোপিয়ান ইউনিয়ন ও কারিতাস ফ্রান্সের অর্থায়নে কারিতাস বাংলাদেশ কর্তৃক পরিচালিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি। এতে  স্বাগত বক্তব্য রাখেন আলোঘর প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রাজু বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কারিতাসের সহকারী মাঠ কর্মকর্তা রিয়াজ উদ্দিন তালুকদার, এনজিও প্রতিনিধি ইমাম উদ্দিন, সমাজ সেবা অফিসের প্রতিনিধি আমজাদ হোছাইন, অভিভাবক প্রতিনিধি মুজিবুল হক চৌধুরী, কারিতাসের ইউনিট অফিসার প্রদীপ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস আলোঘর প্রকল্পের শিক্ষা সুপারভাইজার বিপ্লব নক্রেক। এতে ৩২ জন প্রতিবন্ধী শিশুর মাঝে জুতা বিতরণ করা হয়। জুতা বিতরণে আর্থিক সহযোগিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের মাঝেও লুকিয়ে আছে অনেক প্রতিভা। প্রতিবন্ধী শিশুরা আজ সমাজের বোঝা নয়, তাদেরকে সুশিক্ষার মাধ্যমে ধীরে ধীরে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। তা হলেই তারা একদিন দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন