রাঙ্গামাটিতে মেশিনগান, কারবাইনসহ তিন শীর্ষ উপজাতীয় অস্ত্র চোরাচালানী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটিতে  বিশেষ অভিযানে মেশিনগান ও কার্বাইনসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও চোরাচালানীকে আটক  করেছে নিরাপত্তাবাহিনী।

শনিবার(২২ ডিসেম্বর) আনুমানিক ভোর পৌনে ছয়টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র সংগঠনগুলোর নিকট আঞ্চলিক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও সরবরাহকারীদের গ্রেফতারের জন্য রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক সংলগ্ন বিলাইছড়ি পাড়ায় নিরাপত্তাবাহিনী একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানে পার্বত্য চট্টগ্রামের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও জনসংহতি সমিতির সাবেক সশস্ত্র গ্রুপ কমান্ডার  বিশ্বজ্যোতি চাকমা ওরফে বাগানবাবু ওরফে কিংকর ওরফে সিদং (৫০) এবং তার অন্যতম সহযোগী বিনয় ত্রিপুরা ওরফে সঞ্জয় ওরফে বাখর (৪৩) ও উল্যা প্রু মার্মা (৪৭)কে গ্রেফতার করা হয়। অভিযান চালিয়ে ০৩ জনকে গ্রেফতার করা হলেও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন দুষ্কৃতিকারী পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ৭.৬২ মি.মি. মেশিনগান ও একটি ৯ মি.মি. সাব মেশিন কার্বাইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় অবস্থানরত আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল) দল এর সশস্ত্র শাখাসমূহকে অস্ত্র সরবরাহ করে আসছিল বলে জানা যায়। অতি সম্প্রতি তারা ইউপিডিএফ (মূল) দলকে ৬টি একে-৪৭ সরবরাহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে, জাতীয় নির্বাচনের পূর্বে এই চক্রটি কোনো একটি আঞ্চলিক দলের সশস্ত্র শাখাকে একটি বড় অস্ত্রের চালান সরবরাহ করার পরিকল্পনা করছিল।

গ্রেফতারকৃত বিশ্ব জ্যোতি চাকমা ওরফে কিঙ্কর অপর একটি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং আন্তঃ রাষ্ট্রীয় অস্ত্র ব্যবসা ও চোরাচালানি সিন্ডিকেটের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি। গ্রেফতারকৃত অস্ত্র সরবরাহকারীদের হাতে নাতে ধরার জন্য নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আসছিল। এই অভিযান পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন