শহরের সাধারণ মানুষ অটোরিক্সা চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি:

শহরে চলাচলে একমাত্র যান অটোরিক্সা হওয়ার কারণে তাদের ইচ্ছেমতো যা খুশি তাই করছে। সাধারণ মানুষ অটোরিক্সা চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। চালকদের কিছু বলতে গেলে তারা মারমুখি হয়ে ওঠে। তাই জিম্মি হয়ে থাকা শহরের মানুষদের মুক্তি দিতে এইসব চালকদের আইনের আওতায় নিয়ে আসা দরকার।

শুক্রবার(২৪ নভেম্বর) সকালে পৌরসভা চত্ত্বরে রাঙ্গামাটি কর্মচারী সংসদ ও পৌর সেবক কল্যাণ সমিতি আয়োজিত পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের উপর হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পৌরসভার সহকারী প্রকৌশলী বিরল বড়ুয়া, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক সনৎ কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত আমাদের পরিচ্ছন্ন কর্মীর উপর হামলাকারী অটোরিক্সা চালক জাহাঙ্গীরসহ অন্যান্য দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে না ততদিন পর্যন্ত রাঙ্গামাটি শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে না বলে হুঁশিয়ারি দেন প্রতিবাদ সমাবেশ থেকে। তাই অবিলম্বে হামলাকারীদের আইনের আওয়তায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বুধবার সকালে রাঙ্গামাটি তবলছড়ি বাজারে পৌর সভার পরিচ্ছন্ন কর্মীরা ময়লা অপসারণ কালে অটোরিক্সা চালকের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে অটোরিক্সা চালক মো. জাহাঙ্গীর পরিচ্ছিন্ন কর্মী পিন্টু দাশকে মারধর করতে থাকে। এ সময় পরিচ্ছন্নকর্মীরা তাকে বাঁচাতে আসলে অপর সিএনজি চালকরা এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন