শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, বাস্তবায়নও করেন: মোজাম্মেল হক

মহেশখালী প্রতিনিধি:

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন,  জাতির জনকের মেয়ে শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, সেই স্বপ্ন বাস্তবায়নও করেন। তিনি হাত পাততে চান না, দিতে ভালোবাসেন।

বুধবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহেশখালী উপজেলায় মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন পরবর্তী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ২৫০ লাখ কোটি টাকা ব্যয়ে নানা যুগান্তকারী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হতে চলছে, পরিপূর্ণ বাস্তবায়ন হলে চট্টগ্রামের পরিবর্তে মহেশখালী হবে বাণিজ্যিক রাজধানী। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের  সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষক, রাজনীতিক, অভিভাবকসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী মনোনিত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়জুক্ত করার আহ্বান জানান তিনি।  সেই সাথে মুক্তিযোদ্ধাদের বক্তব্য আজীবনের জন্য সংরক্ষণ, বৈধ্যভূমি, মৃত মুক্তিযোদ্ধাদের কবরকে একই ডিজাইনের তৈরি করাসহ ৫টি উৎসব ভাতা প্রদানেরও ঘোষণা দেন মন্ত্রী।

মহেশখালী উপজেলার নবনির্মিত আধুনিক মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খানঁ বাহাদুর মোস্তাক আহাম্মদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার পাশা চৌধুরী, ঢাকা এফবিসিসি আই এর ডিরেক্টর এলিনা জাহাঙ্গীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. নুরুল আমিন, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহাম্মদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা সভাপতি কায়ছারুল হক জুয়েল, শহীদ পরিবারের পক্ষে প্রনব কুমার দে। এসময় আওয়ামী লীগসহ অংগ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন