সোনাদিয়া দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছে সরকার

fec-image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই কমিউনিটি বেইজড ইকো ট্যুরিজম বাস্তবায়নে কাজ করছে সরকার।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া দ্বীপে স্থানীয়দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

এ ছাড়াও সভায় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, আশেকউল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আমিনুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।

এ সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে সোনাদিয়া দ্বীপের ইকো ট্যুরিজম এরিয়া এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করা হয় ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জীববৈচিত্র্য, সংরক্ষন, সোনাদিয়া দ্বীপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন