অধিকার রক্ষায় আইনের সহযোগিতা নিতে হবে : কাপ্তাই উপজেলা চেয়ারম্যান
মানবাধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সমাজে অধিকার রক্ষায় আইনের সহযোগিতা নিতে হবে। যেখানে অধিকার ক্ষুণ্ন হয় তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিলে কেউ তার অধিকার ক্ষুণ্ন করতে পারবেনা।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে উপজেলা বড়ইছড়ি এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক উপরোক্ত বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন, কাপ্তাই মানবাধিকার কমিশন সভাপতি খোরশেদুল আলম কাদের, বিশিষ্ট প্রবন্ধিক আমিনুর রশীদ কাদেরী প্রমুখ।
এ সময় স্কুল শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।