আত্মহত্যার আগে ফেসবুকে মারমা যুবকের স্ট্যাটাস ‘বিদায় পৃথিবী’


রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সীমাঘরে গলায় ফাঁস দিয়ে উক্যসাইং মারমা নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে সে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ‘বিদায় পৃথিবী’।
মঙ্গলবার (৯ জানুয়ারি) আনুমানিক দিবাগত রাত ১টার পরে এই ঘটনা ঘটে বলে জানান ইউপি চেয়ারম্যান মংখ্য মারমা।
আত্মহত্যাকারী যুবক উক্যসাইং মারমা (১৮) রাইখালী ইউনিয়নের ডংনালা পাড়ার মংথোয়াই মারমার ছেলে। সে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র বলে জানা যায়।
তবে কী কারণে সে আত্মহত্যা করেছে প্রাথমিকভাবে কোন তথ্যা পাওয়া যায়নি।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল হক (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবক বৌদ্ধ বিহারে থেকে পড়াশুনা করতো। রাতে বৌদ্ধ বিহারের সীমাঘরের দরজা লাগিয়ে আত্মহত্যা করে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।