কাউখালীতে বুকে গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা

fec-image

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্রে এক পুলিশ সদস্য নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. মোতাহের হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মদ্যমনা পাড়ার মৃত শীষ মোহাম্মদের ছেলে বলে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী।

তিনি বলেন, নিজ বুকে গুলি করে আহত পুলিশ সদস্য (কং নং/২৮৭৩) মো. মোতাহের হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে অপারেশন করা হচ্ছে বলেও তিনি জানান।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার (১৮ নভেম্বর) বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের পাহাড়ের উপর টাওয়ার পোস্টে দায়িত্ব পালন করে কনস্টেবল মো. মোতাহের হোসেন। পাহাড়ের উপর পুলিশ সদস্যদের থাকার জন্য ব্যারাকও রয়েছে। দায়িত্ব পালন শেষে নিজ রুমে তার বিছানায় বসে কনস্টেবল মোতাহার হোসেন ফেইসবুক লাইভে এসে নিজের কাছে থাকা রাইফেল দিয়ে বুকের ডান পাশে একটি গুলি করে। গুলির শব্দ পেয়ে সাথে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে পাশবতি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়ে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আত্যহত্যা চেষ্টাকারী পুলিশ সদস্য মোতাহের হোসেন পারিবারিক সমস্যার কারণে ঘটনাটি ঘটিয়ে বলে প্রাথমিকভাবে জানা যায়। স্ত্রীর সঙ্গে বিগত দু’দিন যাবত বাক-বিতণ্ডা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

রাত পৌনে নয়টায় এ রিপোর্ট লেখার সময় কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফোনে জানিয়েছেন, গুলিতে আহত পুলিশ সদস্যের এখনো অপারেশন চলছে। তবে গুলি বুক ভেদ করে বের হয়ে যাওয়ায় অনেক রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলেও জানিয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আত্মহত্যা, কাউখালী, পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন