আপিল খারিজ, নির্বাচনে দাঁড়াতে পারবেন না ইমরান খাঁন
তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খাঁনের করা আপিল খারিজ করে দিয়েছেন পাকিস্তানের হাইকোর্ট। ফলে আগামী বছরের ৮ ফেব্রুয়ারিতে দেশটিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান।
দেশটির সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ শুক্রবার (২২ ডিসেম্বর)। এর আগের দিন ইমরান খানের আপিল খারিজ করে দিয়েছেন পাকিস্তানের হাইকোর্ট।
আপিল খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খাঁনের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগের দোষী সাব্যস্ত হওয়া রায় স্থগিত করার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্যই থাকবেন তিনি।
চলতি বছরের ৫ আগস্ট আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। একই সঙ্গে তার রাজনীতির ওপর ৫ বছরের নিষেধাজ্ঞা দেন ওই আদালত।
প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে ইমরান খান দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে থাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই দাবির প্রমাণ দেখাতে গত বছর— যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের একটি গোপন বার্তা জনসভায় সবার সামনে প্রকাশ করেন ইমরান।
সূত্র : ডন ও এক্সপ্রেস নিউজ