আলীকদমে নদী থেকে মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে মিশ মার্মা (৪৫) নামে এক মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মাতামুহুরী নদীর ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ভরিমুখ কামার পাড়া ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। মিশ মার্মা আলীকদম সদর ইউনিয়ন মমপ্রু মেম্বার পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১ টার সময় কামার পাড়া নদীর ঘাটে স্থানীয়রা একটি মহিলার ভাসমান লাশ দেখতে পায়, পরে আলীকদম থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
আলীকদম সদর ইউনিয়নের সদস্য মমপ্রু মার্মা বলেন, গত শুক্রবার একটি বিয়ে দাওয়াত খেয়ে মমখাই হেডম্যান পাড়া আত্মীয়র বাড়ীতে বেড়াতে যায় কিন্তু শনিবার থেকে তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে কিন্তু তাকে পাওয়া যায়নি।
আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ্ বলেন, ময়না তদন্তের আগে কিছু বলা যাবে না। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।