আলীকদমে সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার


বান্দরবানের আলীকদম উপজেলায় চুরির মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়ার বাসিন্দা হাফেজ আহম্মেদের ছেলে রশিদ আহম্মদ (২২), একই এলাকার মীর আহম্মদের ছেলে মো. ওহিম (২২) ও আবুল হাসেমের ছেলে মো. হাবিবুল্লাহ্ (২৩)।
আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে এএসআই আব্দুল খালেকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
ওসি কাজী রকিব উদ্দিন জানান, গ্রেফতারকৃত প্রত্যেকে একবছর করে জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাদেরকে পরে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাপ্রবাহ: আলীকদমে, গ্রেফতার
Facebook Comment