ঈদগাঁওতে পুকুরের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহিম (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের চুলিবন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মো. ইব্রাহিম ওই এলাকার আজিজুল হকের সন্তান ও স্থানীয় হোসাইনীয়া মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম তার ছোট বোন রাহিয়াকে নিয়ে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী জামে মসজিদ পুকুরে অসতর্কতা বশত পড়ে যায়। একপর্যায়ে পুকুরের পাশে খেলতে থাকা তার বোন রাহিয়া ভাইকে পানিতে ডুবতে দেখে বাড়ীতে এসে জানায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা সকাল সাড়ে ১০টার দিকে ইব্রাহিমকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী পূর্বক পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন বলে জানিয়েছেন ঈদগাঁও থানার এসআই আরকানুল ইসলাম।