ঈদগাঁওয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল মাইক্রোবাস

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঢাকামুখি ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে মাইক্রোবাস।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার ইসলামাবাদ রেল স্টেশন সংলগ্ন ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঈদগাঁও- গোমাতলী সড়কের রেল ক্রসিংয়ের উপর খালি মাইক্রোবাসটি দাড় করিয়ে মোবাইলে কথা বলছিল চালক। চালক গাড়ি সরিয়ে নিতে দেরি করলে মুহুর্তেই ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রেল লাইনের পাশে সিটকে পড়ে।এর পূর্বে মাইক্রো চালক লাফ দিয়ে নিজেকে কোন রকম রক্ষা করে।
পথচারিদের দাবি,ওই ক্রসিংয়ের উপর দিয়ে দৈনিক হাজারো মানুষ যাতায়ত । কিন্ত পথচারীদের সতর্কতার জন্য রেল কতৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি বলে প্রতিনিয়ত উক্ত স্থানে ছোট বড় দূর্ঘটনা ঘটছে। ইসলামাবাদ রেলস্টেশন মাস্টার আবদুল কাইয়ুম মাইক্রোবাস চালকের অসতর্কতায় দূর্ঘটনাটা হয় বলে নিশ্চিত করেন।