ঈদ-উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে ১০ আর.ই ব্যাটালিয়ন


রাঙামাটি ১০ আর.ই ব্যাটালিয়নের আয়োজনে ঈদ উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ১০ আর.ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সেনা প্রধানের দিকনির্দেশনায় ও রাঙামাটি রিজিয়নের কমান্ডারের তত্ত্বাবধানে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে ১০ আর.ই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি।
এসময় অধিনায়ক ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ঘটনাপ্রবাহ: ১০ আর.ই ব্যাটালিয়ন, ঈদ-উল ফিতর, খাদ্য
Facebook Comment