উখিয়ার ডজন মামলার পলাতক আসামি আটক

কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী ডজন মামলার পলাতক আসামি নুরুল আবছার(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত নুরুল আবছার উখিয়ার উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের মনখালী গ্রামের মনির আহমদের ছেলে।
উখিয়া থানার উপ পরিদর্শক নুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ শনিবার ভোর রাতে উখিয়ার উপকূলীয় মনখালীর গহীন অরন্য থেকে তাকে আটক করেন।
উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়ার উপকূলীয় এলাকা জুড়ে আবছার বাহিনীর ছিল। তার বাহিনী দিয়ে ডাকাতি, হত্যা, ধর্ষণ, জমি জমা দখল করত।
এব্যাপারে উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে থানায় ডজন খানেক মামলা রুজু রয়েছে। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, আসামি, উখিয়ার
Facebook Comment