উখিয়ার পালংখালীতে আধুনিক মানের তাজমান হাসপাতালের যাত্রা শুরু


কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত পালংখালী ইউনিয়নের প্রাণকেন্দ্র পালংখালী স্টেশনের ইয়াকুব মোস্তফা মার্কেটে শুক্রবার ( ০২ অক্টোবর) সকাল ১০টায় উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী- ভাইস চেয়ারম্যান কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ, এডভোকেট আবদুল মালেক, হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আবুল আলা রোমান, ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোহাম্মদ ছিদ্দিক, ফাইন্যান্স এন্ড ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ-(রায়হান) পরিচালক যথাক্রমে এড. সাইফুল্লাহ খালেদ, এস এম জি মুফিজ উদ্দিন, এমরানুল হক, মুফিজুল আলম,ডাঃ আবদুল্লা আল সোহাগ, মৌলভী মনজুর আহাম্মদ, আবদুল মোনাফ, মোহাম্মদ ইসহাক, জসিম উদ্দিন, সানাউল্লাহ কাউসার, ডাঃ আবুল ফায়সাল ফাহিম, হাকিমুল মোরশেদ, আজিজুল হক, আবুল আলা (নোমান), লুৎফুর রহমান , ম্যানেজার মোঃ ওমর ফারুক প্রমুখ।
এদিকে হাসপাতাল পরিচালনা পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালটি হওয়াতে এখানকার লোকজনকে আর কক্সবাজার বা অন্য কোথাও গিয়ে চিকিৎসা সেবা নিতে হবেনা। ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নতমানের ল্যাবদ্বারা কম খরচে এখান থেকে মান সম্মত সেবা গ্রহণ করতে পারবে। গরীব অসহায় মানুষদের জন্য বিশেষ সুবিধা রয়েছে বলেও জানান তারা।