উখিয়ার কতুপালং বাজারে অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যু

fec-image

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের লাগোয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মারা গেছে দোকানে থাকা তিনজন রোহিঙ্গা। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গারা হলেন, আনসারুল্লাহ, ফরিদুল ইসলাম ও মুহাম্মদ আয়াছ। তারা তিনজনই দোকানের কর্মচারী ছিল। এ তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও কুতুপালং বাজার কমিটির সভাপতি হেলাল উদ্দিন। তবে তাৎক্ষণিক তারা কোন ক্যাম্পের কোন ব্লকের বাসিন্দা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে কুতুপালং রোহিঙ্গা বাজারের ১০ থেকে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। ভস্মীভূত হওয়া দোকানগুলোতে কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে ধারণা করা হচ্ছে। নিহতরা দোকানের ভিতর ঘুমিয়ে ছিল। ওই তিনজন ছাড়াও আরো কয়েকজনের শরীরে আগুন লাগে। তারা এখন কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে।

উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. এমদাদ জানান, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে যায় এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তিনটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কি কারণে আগুন লেগেছে তদন্তের পর জানা যাবে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান।

উল্লেখ্য, গত ২২ মার্চ উখিয়া বালুখালীর পাঁচটি আশ্রয় শিবিরে আগুনে ১০ হাজারের মতো বসতি পুড়ে যাওয়ার পাশাপাশি শিশুসহ অন্তত ১১ জন রোহিঙ্গার মৃত্যু হয়। আহত হন প্রায় ৪৫০ জন, গৃহহীন হয়েছিল ৪৫ হাজার মানুষ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, অপমৃত্যু, উখিয়ার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন