উখিয়ায় শরণার্থী জীবনের অবসান চেয়ে রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ


শরণার্থী জীবনের অবসান চেয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ করেছেন কক্সবাজারের উখিয়ার বসবাসরত বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গারা।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে উখিয়ার কুতুপালং ১ নং ক্যাম্পের ফুটবল মাঠে বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গারা সমাবেশ করে এ দাবি তুলেন।
এ সময় রোহিঙ্গারা জানায়, বিশ্ব শরণার্থী দিবস যেন আর পালন করতে না হয় সেজন্য তাঁরা বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি জানান, নিজ দেশ মিয়ানমারে যেকোনো মুহূর্তেই ফেরত চলে যান রোহিঙ্গারা।
এদিকে দ্রুত প্রত্যাবাসনের জন্য বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন রোহিঙ্গারা। ক্যাম্পে বসবাস করতে নানা সমস্যার কথাও তুলে ধরেন তাঁরা। এ সময় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোহিঙ্গা নেতারা।
উল্লেখ্য, এফডিএমএন রিপ্রেজেনটেটিভ কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে পাঁচ শতাধিক রোহিঙ্গা অংশগ্রহণ করেছে। রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় সমাবেশ।
নিউজটি ভিডিওতে দেখুন: