উদ্ধার তৎপরতায় বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ
নিউজ ডেস্ক
সাভারে রানা প্লাজা ধসের ‘মাত্র ২০ মিনিটের মধ্যে’ উদ্ধার তৎপরতা শুরু করে ‘বিশ্বে ইতিহাস সৃষ্টি’ করেছে সরকার, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মে দিবস উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বেসরকারি টেলিভিশন সময় টিভিতে প্রচারিত প্রতিবেদনে দেখা যায় প্রধানমন্ত্রী বলছেন, সাভার দুর্ঘটনার ২০ মিনিটের মধ্যে উদ্ধারকাজ শুরু করতে পারা বিশ্বে নজিরবিহীন।
তিনি বলেন, ঘটনার সাথে সাথে সেনা, নৌ ও বিমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও সাধারণ মানুষ উদ্ধারকাজে যোগ দিয়েছে।
একইসঙ্গে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পুনর্বাসনে যতো টাকা প্রয়োজন তা সরকার দেবে বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সাভার দুর্ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতে এরইমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতেও এ রকম বিপর্যায়ে শ্রমিকদের পাশে থাকবে সরকার।
পাশাপাশি বিক্ষুব্ধ শ্রমিকদের ভাঙচুর থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাঙচুরে ইন্ধনদাতাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।