এক সপ্তাহের ব্যবধানে ফের তেলবাহী জাহাজ আটক করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে এক সপ্তাহের ব্যবধানে দুটি তেলের জাহাজ জব্দ করেছে তেহরান। হরমুজ প্রণালি থেকে তেলবাহী একটি জাহাজ আটক করেছে ইরান। মধ্যপ্রাচ্যভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এবং ইরানের সংবাদমাধ্যমগুলো বুধবার নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি) ব্যস্ততম ওই নৌ রুট থেকে জাহাজ আটক করেছে।
যুক্তরাষ্ট্রগামী ট্যাংকার অ্যাডভান্টেজ সুইট আটকের এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটল। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিজান জানিয়েছে, এক বাদীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে জাহাজটি জব্দ করা হয়েছে। তবে বিপ্লবী গার্ড তাৎক্ষণিকভাবে জানায়নি তারা কোন জাহাজ আটক করেছে এবং কী কারণে এটি থামানো হয়েছে।
গ্রিক কম্পানি স্মার্ট ট্যাংকারসের মালিকানাধীন মোটর ভেসেল নিওভি সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দর থেকে একই দেশের ফুজাইরাহ বন্দরের দিকে যাচ্ছিল। হরমুজ প্রণালি পারাপারের সময় আইআরজিসি নৌবাহিনীর একঝাঁক ফাস্ট অ্যাটাক নৌযান নিওভিকে ঘিরে ধরে এবং গতিপথ পাল্টে ইরানের সমুদ্রসীমায় ঢুকতে বাধ্য করে। বর্তমানে ইরানি নৌযানগুলোর প্রহরায় বন্দর আব্বাসের দিকে যাচ্ছে নিওভি। মার্কিন পঞ্চম নৌবহর জানিয়েছে, জাহাজ আটকের বিষয়টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক অর্থনীতি এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি।’
সূত্র : আলজাজিরা