এবার নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্তে গোলাগুলি শব্দ
এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৫১-৫২ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি স্থানে মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বুধবার সকাল ৯টা ২০মিনিট থেকে পরপর ৪টি মর্টারশেলের শব্দ শুনতে পান স্থানীয়রা।
বিস্ফোরণের শব্দের বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে যাওয়া তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকার ফিল্ড অফিসার মোহাম্মদ রেজা।
তিনি বলেল, সীমান্ত এলাকার কাছাকাছি তাদের কোম্পানির অধীনে তামাক চাষ করেন অনেকে। ওই চাষের জমি দেখভাল করতে তাকে যেতে হয় ওই স্থানে। তাই সে প্রতিদিনের মতো বুধবার সকালে দৌছড়ি ইউনিয়নের পাইনছড়িতে গেলে মিয়ানমার থেকে আসা বিকট শব্দের বিস্ফোরিত আওয়াজ তিনি শুনেন পান।
বিজিবি অধিনায়ক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তাদের মোবাইল ফোনের সংযোগ পাওয়া যায়নি
তাই তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।