এ দেশ অসম্প্রদায়িক চেতনার দেশ : পূজামণ্ডপ পরিদর্শনে রাজস্থলীর নির্বাহী অফিসার


রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, এ দেশ একটি অস্প্রদায়িক চেতনার দেশ, এখানে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলে মিশে উৎসব পালন করে। কোন অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসন সজাগ আছে।
এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে প্রবেশের অনুরোধ জানান। তিনি বলেন পার্বত্য রাজস্থলী সম্প্রীতি বন্ধন অটুট থাকুক সেটা আমি কামনা করি।
নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক নবমীর দিনে রাজস্থলী উপজেলার হরিমন্দিরে রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় পূজামণ্ডপ পরির্দশনকালে উল্লেখিত কথাগুলো বলেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, মন্দির কমিটির সভাপতি, সম্ভু নাথ, সাধারণ সম্পাদক ধন কর্মকার, সাংবাদিক আজগর আলী খান, কাইয়ুম হোসেন মিরাজ, দীলিপ দাশ, ডাঃ রনি ধর, পলাশ দাশ, শিমুল প্রমুখ।