কক্সবাজারে ৫ম করোনা রোগীর মৃত্যু

fec-image

করোনায় চকরিয়ায় প্রথম মারা গেছেন পৌরসভার ২নং ওয়ার্ডের হাফেজ মাওলানা মো. সিরাজ উল্লাহ (৭০)।

ঈদের দিন (২৫ মে) সকাল পৌনে ১১ টায় হাসপাতালের আইসোলেশনে তিনি মারা যান।

তিনি হালকাকারার মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে ও দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মেঝভাই। ইসলামিক ফাউন্ডেশনের একজন সুপারভাইজার একটি মসজিদের খতীব।

হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, হঠাৎ করে হালকা সর্দি কাশি দেখা দিলে স্যাম্পল টেস্ট করা হয়। ২৪ মে ওই টেস্টের রিপোর্ট পজেটিভ আসে।

সোমবার (২৫ মে) ঈদের দিন ভোর থেকে হাফেজ সিরাজের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে সকাল ৭ টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়।সকাল পৌনে ১১ টায় তিনি সেখানে তিনি ইন্তেকাল করেন।

জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ১০৩ টি উপজেলার মধ্যে সর্বোচ্চ করোনায় আক্রান্ত হয় চকরিয়ায়। ২৪ মে পর্যন্ত চকরিয়ায় করোনা পজেটিভ আসে ১২৪ জনের। এর মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজ উল্লাহ। তিনি কক্সবাজার জেলায় করোনায় মৃত্যুবণকারী ৫ম ব্যক্তি।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, করোনায় মৃত্যুর খবর নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরকে জানিয়েছি। ইসলামী ফাউন্ডেশনকেও জানানে হয়েছে। দাফনের প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইসোলেশন, ইসলামীক ফাউন্ডেশন, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন