কাউখালীতে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩
রাঙামাটির কাউখালী উপজেলায় মিনি ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মারা যাওয়া শ্রমিকের নাম মঞ্জুরুল আলম (৩০)।
শুক্রবার ( ০১ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিশনার মো. করিম আকবর।
কমিশনার করিম বলেন, ট্রাক দুর্ঘটনায় আহত শ্রমিক মঞ্জুরুল আলম শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে একই ঘটনায় মো.আরিফ (২১) এবং মো. সাব্বির (২৩) নামের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন
ঘটনাপ্রবাহ: কাউখালী, সড়ক দুর্ঘটনা
Facebook Comment