কাউখালীতে সেনাবাহিনীর সহায়তায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

fec-image

পার্বত্য অঞ্চলজুড়ে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরণের সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে করে আসছে।

এরই অংশ হিসেবে রবিবার (১৯ নভেম্বর) রাঙ্গামাটি সদর জোনের আওতাধীন কাউখালী আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকায় ২৩৫ জন পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকৎসা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়।

এতে রাঙ্গামাটি সিএম এইচ এর দক্ষ মেডিকেল অফিসার ও সদস্যরা চিকিৎসা সেবা পরিচালনা করেন। কাউখালী সেনা ক্যাম্প কমান্ডারের প্রত্যক্ষ তত্বাবধানে সার্বক্ষণিক মেডিকেল টিম পরিচালনা করা হয়।

কাউখালী ক্যাম্পের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার অসহায় মানুষ। এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা।

রাঙ্গামাটি সদর জোন সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভবিষ্যতেও এ ধরণের সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন