কাপ্তাইয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
রাঙামাটির কাপ্তাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজলোর জেটিঘাট সাপ্তাহিক বাজারে মেয়াদবিহীন পণ্য বিক্রি, পোড়া ও বাসি তেল দিয়ে ইফতার সামগ্রী বিক্রি এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রাঙামাটি ও চট্টগ্রাম জেলার দায়িত্বরত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াস হোসেন এবং কাপ্তাই থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, জরিমানা, ভোক্তা অধিদপ্তর
Facebook Comment