কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু
রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৫টায় ব্যাঙছড়ি মুসলিমপাড়া পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। শিশু রিয়াদুল ইসলাম(৪) কাপ্তাই ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো.আমির হোসেনের ছেলে।
ব্যঙছড়ি মুসলিম পাড়ায় শিশু রিয়াদুল ইসলাম বিকালে ফুটবল খেলছিলো। হঠাৎ বলটি কর্ণফুলী নদীতে পড়ে গেলে সে কাউকে না জানিয়ে ফুটবলটি তুলতে নদীতে নামে। সাথে সাথে সে নদীর পানিতে তলিয়ে যায়।
পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুজির পর বিকালে শিশুটিকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ইমান আলী ঘটনা সত্যতা স্বীকার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।