কাপ্তাইয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করেছে কাপ্তাই উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টায় শিলছড়িস্থ সংগঠনের অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ।
এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সাংগঠনিক সম্পাদক উ থোয়াই মং মার্মা, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিক, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. তরিক উল্লাহ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. বাঁচা মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসেম মেম্বার, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।