কাপ্তাইয়ে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে পাড়া কেন্দ্রের র্যালী ও শিশু মেলা
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে পার্বত্য উন্নয়ন বোর্ডের আওতাধীন “টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প এর আয়োজনে শিশু মেলা ও র্যালীসহ বিভিন্ন কার্মসূচী পালন করা হয়।
বুধবার (২৬ ফেব্রুযারি) কাপ্তাই ইউপি পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে কাপ্তাই ইউনিয়ন পরিষদ মাঠে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের পূর্বে পাড়াকেন্দ্রে শিশুদের নিয়ে একটি র্যালী করা হয়। পরে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কুতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ জামশেদ উল আজমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক নিলুফা নাজনীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্বা কমান্ড মোঃ ইসরাফিল হোসেন ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ প্রমুখ।
উক্ত মেলায় স্বাস্থ্য, শিক্ষা, পুষ্ঠি বিষয়ে পাড়া কেন্দ্রের শিক্ষকরা স্টলের আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, আপনার শিশুর বয়স তিন বছর হলে পাড়া কেন্দ্রে পাঠান এবং আপনারা এ কেন্দ্রের প্রতি নজর রাখুন। অনুষ্ঠানে পাড়া কেনেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।