কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) বিদায় সংবর্ধনায় সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান।
এসময় তিনি বলেন, ভালো ফলাফল করতে হলে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। স্কুল তথা মা-বাবার আশা পূরণ করতে হবে। তোমরা মোবাইলে পড়ে থাকলে মা-বাবার আশা পূরণ করতে পারবে না।
আরও বক্তব্য রাখেন স্কুল প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, শিক্ষক হারুন উর-রশীদ, সৈয়দ আহম্মেদ কামাল (বিদায়ী ও অবসার জনিত শিক্ষক), শহীদ শামসুউদ্দীন বালিকা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কাজী মাকসুদুর রহমান বাবুল। এসময় বিদায়ী শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন।
কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে এবার ১১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।