হেলমেটবিহীন মোটরযান ও অতিরিক্ত ওজন পরিবহন

কাপ্তাই ভ্রাম্যমাণ আদালতে ২০ মামলায় জরিমানা আদায়

fec-image

ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরযান চালানোর অপরাধে কাপ্তাই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটির কাপ্তাই রেশমবাগান চেকপোস্টে দুপুর ১২টা হতে ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান। নির্বাহী হাকিম জানান, ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজন পরিবহন ও অন্যান্য জরুরি কাগজপত্র না থাকার কারণে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ২০টি মামলায় ৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় কাপ্তাই থানা পুলিশ এবং কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, জরিমানা, ভ্রাম্যমাণ আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন