কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিকারির মৃত্যু
চট্টগ্রাম চকবাজার হতে কাপ্তাইয়ে লেকে বঁড়শি দিয়ে মাছ শিকার করতে এসে শিকারির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম চকবাজার পাঁচলাইশ হতে কাপ্তাই মাছ শিকার করতে এসে মো.বাপ্পি (৩২) নামে মাছ শিকারির কাপ্তাই লেকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
নিহত বাপ্পির পিতা, মৃত্যু শওকত আকবর সে চট্টগ্রাম চকবাজার পাঁচলাইশে বসবাস করে।
জানা যায়, কাপ্তাই ৪নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড জেটিঘাট ফিসারিঘাট নামক এলাকায় কাপ্তাই লেকের পানিতে হঠাৎ পড়ে মৃত্যু হয়। পরে এলাকার লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।
ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ পুলিশ ও ডুবুরি দলকে খবর দেয়। পরে নৌবাহিনী ডুবুরি দল এসে লেক হতে মৃত্য দেহ উদ্ধার করে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, বিস্তারিত খোঁজখবর নিয়ে লাশ পোস্টমর্টানে নেয়া হবে।