কাপ্তাই হ্রদে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান

fec-image

কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় হ্রদ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে কিছু অসাধু ব্যক্তি। প্রতি বছরই শুকনো মৌসুমে কাপ্তাই হ্রদ বেদখলের প্রতিযোগিতা শুরু হয়। সম্প্রতি সময়ে এর মাত্রা বেড়েছে, এ অবৈধ দখলের কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। বাড়ছে হ্রদ দূষণের ঝুঁকিও।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে রাঙ্গামাটি শহরের চম্পকনগরের গাত্তোপাড়ায় ও শিল্পকলা একাডেমি এলাকায় কাপ্তাই হ্রদ দখল করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের খবর পেয়ে অভিযান
চালায় রাঙ্গামাটি সদরে ভূমি কর্মকর্তা মৌমিতা দাশ। এসময় কাপ্তাই হ্রদ দখল করে নির্মাণাধীন বাড়িঘরের কাজ বন্ধ করে প্রায় ২ কোটি টাকার জমি ও ২ লাখ টাকার মালামাল জব্দ করে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশসহ প্রশাসনের কর্মকর্তারা।

রাঙ্গামাটি সদর উপজেলার ভূমি কর্মকর্তা মৌমিতা দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারলেন চম্পক নগর এলাকায় পানি শুকিয়ে যাওয়ার কারনে হ্রদের উপরি ভাগের প্রায় ৫০ শতকের মতো জমি খুঁটি দিয়ে দখল করেছে। পরে
জেলা প্রশাসকের নির্দেশে ঐ জায়গায় দখল উচ্ছেদের অভিযান শুরু করে ৫০শতক জায়গা দখলমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, যারা এ অবৈধ দখলের নেতৃত্ব দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অবৈধ স্থাপনা, অভিযান, কাপ্তাই হ্রদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন