পেকুয়ায় বনবিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

fec-image

কক্সবাজারের পেকুয়ার টইটংয়ে বনবিভাগের জায়গা জবরদখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। তবুও বনবিভাগের নেই কোন তদারকি।

খোঁজ নিয়ে জানা যায়, টইটং ইউনিয়নের বনকানন চৌকিদার পাড়া ৪নং ওয়ার্ডে রিজার্ভ জায়গা জবর দখল করে স্থাপনা নিমার্ণ করছে ওই এলাকার জামাল হোছাইন নামের এক ব্যক্তি।

জায়গাটি চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিটের অধীনে। পাহাড় দখল, অপরিকল্পিত বসতি স্থাপন এবং অবৈধ পাকা দালান নির্মাণের ফলে পাহাড় ধসে প্রাণহানির সম্ভাবনাও দেখা দিয়েছে। শুধু তাই নয়, গভীর অরণ্যে গাছপালা কেটে ফেলার ফলে বন্যহাতি লোকালয়ে এসে পড়ছে। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা বর্তমানে দুঃসাধ্য হয়ে পড়ছে। এ নিয়ে কোনো মাথাব্যথা নেই টইটং বনবিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তাদের।

অনুসন্ধানে জানা যায়, বনবিভাগের কর্মকর্তাদের যোগসাজশে হ্যাডম্যান নামধারী দালালপ্রকৃতির লোকের মাধ্যমে বনবিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই প্রতিনিয়ত বন থেকে গাছ কাটা হচ্ছে। যার ফলে নিধন হচ্ছে গাছপালা, উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল।

অভিযুক্ত জামাল হোসেন বলেন, ‘বনবিভাগের অনুমতি নিয়ে আমি বাড়ি নির্মাণের কাজ করছি।

এ বিষয়ে বিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‌‌‘আমি একটু অফিসের বাহিরে আছি খোঁজ নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অবৈধ স্থাপনা, পেকুয়া, বনবিভাগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন