কুতুবদিয়ায় নারী মাদক বিক্রেতা আটক

কুতুবদিয়ায় অভিযান চালিয়ে এক পেশাদার নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) ভোর রাতে বড়ঘোপ মাতবর পাড়া থেকে তাকে আটক করে।
থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী জানান, শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে এস.আই সন্জয় সিকদার, এএসআই আনোয়ার হোসেন সহ বড়ঘোপ কাইন্দাইল্লা পাড়ার মো. আজম এর স্ত্রী পেশাদার মাদক বিক্রেতা মিনুয়ারা বেগম (৫২)প্রকাশ বুতরীকে তার দোকান থেকে আটক করা হয়।
এসময় তার কাছ থকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আরও ২টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, কুতুবদিয়ায়, মাদক
Facebook Comment